Khoborerchokh logo

ধর্ষণের প্রতিবাদে উত্তরা-টঙ্গীতে শিক্ষার্থীদের মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ 218 0

Khoborerchokh logo

ধর্ষণের প্রতিবাদে উত্তরা-টঙ্গীতে শিক্ষার্থীদের মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ

শেখ রাজীব হাসান
 নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্রহীন ও সারাদেশে ধর্ষণ, নির্যাতনের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে গতকাল মঙ্গলবার দিনব্যাপী উত্তরা ও টঙ্গীর বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। 
সারাদেশের ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাজধানীর উত্তরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা হাউজ বিল্ডিং এলাকায় সড়ক অবরোধ ও মানববন্ধন করে। এছাড়াও সুষ্ঠু বিচারের দাবীতে টঙ্গী সরকারি কলেজের সামনে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব টঙ্গী’র উদ্যোগে মানববন্ধন এবং ৫৬নং ওয়ার্ডের সুশীল সমাজের নেতৃত্বে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের সামনে মানববন্ধন ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। ছাত্র-ছাত্রীদের সড়ক অবরোধে কয়েক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। 
এ সময় ছাত্র-ছাত্রীরা ধর্ষণের প্রতিবাদে ৭ দফা দাবী তুলে ধরেন। দাবীগুলো হচ্ছে ধর্ষণ আইন পুন:বিবেচনার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা, ধর্ষণ জনিত ঘটনা বা অপরাধের জন্য আলাদা দ্রুত বিচার টাইব্যুনাল গঠন এবং ৩০-৬০ কার্যদিবসের মাঝে বিচার সম্পূর্ণ করার প্রক্রিয়া করা, ধর্ষিতার বিনামূল্যে চিকিৎসা এবং পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা, জেলায় জেলায় ধর্ষণ প্রতিরোধে পুলিশের আলাদা টাস্কফোর্স গঠন করা, নির্জন রাস্তায় সচল সিসি টিভি স্থাপন পরবর্তী সকল ধর্ষণ মামলার রায় ৬ মাসের মধ্যে সম্পূর্ণ করা ও দলীয় মদদে কোন ধর্ষণকে বা কোন অপরাধকে আশ্রয় দেয়া হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা।
বক্তারা বলেন, আমরা চাই ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যেন মৃত্যুদন্ড হয়। যা দৃষ্টান্ত হলে আর কোনো মা-বোন ধর্ষণের মতো জঘন্য নির্যাতনের শিকার হবে না। নোয়াখালীসহ সারাদেশে ঘটিত ধর্ষণের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com